অপদ্য: রহস্য


রহস্য

কী করিয়া ভাবিয়াছ, আমি তোমারি দিওয়ানা?
চোখ মারিলেই কি প্রেমেরা জন্ম নিয়া থাকে?
যেই প্রেমের জন্ম চোখের টিপ্পনিতে হইয়া থাকে 
সেই প্রেমের মৃত্যু চোখের পলকেই হইবেনা, কি করিয়া বুঝি।

প্রেম বোঝ তুমি? প্রেম?
নাহি বা বুঝিলে, কেন বলিলে
তোমার চোখে পৃথিবী খুঁজিয়া বেড়াই?

হ্যাঁ খুঁজি, সে প্রেম কিবা পৃথিবী নহে;
তোমার আণ্ডার মতো চক্ষুযুগলের রহস্য।



মু. মিজানুর রহমান মিজান

Post a Comment

নবীনতর পূর্বতন