কোক স্টুডিয়ো বাংলা নয়...


কোক স্টুডিয়ো বাংলা না, আমার কাছে কৌশিক হোসেন তাপসের উইন্ড অব চেইঞ্জ কিংবা জে. কে. মজলিশের ফোক স্টেশন এগিয়ে থাকবে। প্রথমেই ভুল করেছে কোক স্টুডিয়ো বাংলা, যদিও অনিমেষ রায়ের হাজং গান 'নাসেক নাসেক' ছিল দুর্দান্ত এক পারফরম্যান্স যেখানে পান্থ কানাই শুধু নিজের নাম নিয়েই ছিলেন বলেই মনে হচ্ছে।

উইন্ড অব চেইঞ্জ আমার শুরু থেকে ভালো লাগলেও ফোক স্টেশনের ক্ষেত্রে তেমনটা হয়নি। অডিয়েন্স হিসেবে আমার পর্যবেক্ষণ হলো, চতুর্থ আসরে এসে মজলিশ সাহেবের অ্যারেঞ্জমেন্ট ও এক্সিকিউশন খুবই ভালো মনে হচ্ছে। এছাড়া বাণিজ্যিক দিকে 'আরটিভি'র অতিরিক্ত মনোযোগ দেওয়াটাও একটি নেতিবাচক দিক ছিল, এ দিক থেকেও সরে এসেছে এবার। 'গান বাংলা'ও যে বাণিজ্যিক দিকে নজর দেয় না সেটি আমি বলছি না তবে তারা অনেকটা সচেতন এ দিকটি নিয়ে। আর কোক স্টুডিয়োর তো রক্তেই বাণিজ্য।

তাপস সাহেব উইন্ড অব চেইঞ্জ বাংলা গান নিয়ে যে মাপের সাহস দেখিয়েছেন সেটি কেউ আর করতে পারবে বলে মনে হয় না। কোক স্টুডিয়োর পেছনে প্রচুর অর্থ ঢালতে পারবে সত্য, তারা চেষ্টাও করবে এবং করেও দেখাবে হয়ত কিন্তু উইন্ড অব চেইঞ্জ ও ফোক স্টেশনকেই আমি এগিয়ে রাখতে চাই।

Post a Comment

নবীনতর পূর্বতন