প্রসঙ্গ #SavePalestine: হ্যাশট্যাগ দিয়ে দুনিয়া জয় করা যায় না


হ্যাশট্যাগ দিয়ে দুনিয়া জয় করা যায় না। বে সুচিন্তিত মতামতের সাথে কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করা হলে সেটির একটি ভ্যালু তৈরি হয় সমাজমাধ্যমে। তবে এক্ষেত্রে ওই পোস্টের প্রাইভেসি পাবলিক থাকতে হবে।

আমাদের আবেগি বাঙালি মুসলিমরা যেভাবে প্রোফাইল লক করে বা প্রাইভেসি পাবলিক না করে হ্যাশট্যাগ কপি-পেস্ট করছেন সেটি সমাজমাধ্যমে কতটুকু ভ্যালু তৈরি করছে তা আমি জানি না।

অনেককেই দেখছি বিশেষ কিছু হ্যাশট্যাগ পোস্ট করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। যে কারণে হ্যাশট্যাগ পোস্ট করতে ব্যর্থ ফেইসবুক ব্যবহারকারীরা ফেইসবুককে আদর্শবিরোধী বলছেন।

কিন্তু আপনি যদি ফেইসবুকের পলিসি দেখেন, তাহলে জানতে পারবেন তারা স্প্যামিং পছন্দ করে না। বারবার একই টেক্সট বিভিন্ন জায়গায় গিয়ে পোস্ট করাও এক ধরণের স্প্যামিং।

আপনারা যে সকল হ্যাশট্যাগকে সামনে রেখে বলছেন যে, ফেইসবুক ওগুলো পছন্দ করছে না; ওই সকল হ্যাশট্যাগের সাথে নিজের মতামতসহ পোস্ট করে দেখুন ফেইসবুক আপনাকে আটকায় কি না।

না বুঝেই ফেইসবুককে গালাগাল দেওয়া ঠিক না।

হ্যাশট্যাগে আলগা প্রেম না দেখিয়ে নিজের আবেগ ও অনুভূতি জানিয়ে লিখুন। সাথে হ্যাশট্যাগ দিন। তাই বলে একসাথে ৩/৪ হালি হ্যাশট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন। ফোকাস করুন, আপনি যা চান।

Post a Comment

নবীনতর পূর্বতন