ট্যাক্স আলাপ
রাগ করো না বন্ধু আমার
মুখ করো না গোমড়া-
ট্যাক্স জ্বরেতে কাঁপছে দেশ
কাঁপছো সাথে তোমরা।
মন্ত্রী সাবের মাথা নষ্ট
মধ্যম আয়ের দেশ
বাজেট যদি বড় না হয়
ছোটো হবে বেশ।
ছোটো মাথা মোদেররে ভাই
অতশত বুঝি না,
এক মুঠো ভাত পড়লে পেটে
সুখ মামারে খুঁজি না।
হাজার কড়ির কষ্ট করি
পাঁচশো কড়ি পাই না,
তাইতো গুরু ট্যাক্স ফায়ারে
জ্বলতে মোরা চাই না।
থাকতে হলে দেশের তরে
গুনতে হবে ট্যাক্স,
খানিক বাদেই আসবে চলে
মন্ত্রী সাবের ফ্যাক্স।
থাকবো মোরা এই দেশেতে
ট্যাক্সটাও তাই দিব,
খেতে যদি নাও পারি
মায়ের কোলেই রবো।
- মু. মিজানুর রহমান মিজান
ইমেইল: mail@mizanurrmizan.info

একটি মন্তব্য পোস্ট করুন