অপদ্য: ক্রাশ

love (ভালোবাসা)
Photo by Everton Vila on Unsplash

ক্রাশ

ক্রাশ যদি খাও গো তুমি

একটা কেনো ব্রাশ

দাঁত মুখেরই ময়লা সাফে

থাকবে নাকো ত্রাস।

জানি আমি হাসছো তুমি
খেপে গেছো হয়-
কী করব সোনা যাদু
দিলের ভেতর ভয়।

যত পারো তত খাও
রিজার্ভ করতে মানা
ট্যাক্স অফিসের কল আসবে
আছে কি তা জানা?

উদ্ভট চিন্তা ছেড়ে দাও
সুষ্ঠু চিন্তা ধরো
গুছিয়ে নাও নিজেকে
লাভ, হলেও জিরো।



মু. মিজানুর রহমান মিজান


Post a Comment

নবীনতর পূর্বতন