অপদ্য: ভালোবাসি শর্বরীকে


full moon at night
Photo by Aron Visuals on Unsplash

ভালোবাসি শর্বরীকে

অহেতুক নষ্ট করছি সময়গুলো-
নজর ওই অন্ধকারের মেঘাচ্ছন্নতায়।
কী রুপ! কী সৌন্দর্য্য!
মন বলছে এটিই প্রেম;
চাঁদটা থেকেও নেই,
তারাদের নির্বাক দর্শনটাও নেই।
দারুণ লাগছে! দারুণ!
ছিপছিপে ঠাণ্ডা, দু'এক ফোটা বৃষ্টি
মৃদু বাতাস, ছোট্ট আমড়া গাছটির মাথার দোল
খানিকটা অভিসারীয় আবহ।
এ নিথর, নিরস, নিশ্চল হৃদয়ে
অল্পক্ষণের জন্য হলেও কিছু একটু এনে দিচ্ছে।
কী বলব একে? কী বলব? কী বলতে পারি আমি?

আজ হয়তো এ আমার কল্পনা,
হয়তো অলিক, হয়তো মিথ্যে বকুনি।
একদিনতো এরকমই কিছু পেয়েছিলাম।
তখন কি তা অলিক ছিল?
ছিল কি তা মিথ্যে কল্পনা?
কষ্ট আর এখন হয়না, কয়েক দিন হতো।
একা বসতে ভয় পেতাম,
একা ঘুমোতে ভয় পেতাম,
একা চলতে ভয় পেতাম...
যদি তুমি আসো? আবার পিছিয়ে দাও?
এখন আর এসব হয় না।
নিয়তি আমাকে একা করেছে।
কিন্তু শর্বরীকে আমার খুব পছন্দ।
যখন আমার দুগণ্ড নালা হচ্ছিল,
মাথার বালিশটাকে আড়ালে শুকাতে হতো,
ঘুমের ট্যাবলেটগুলো লুকিয়ে রাখতে হতো,
মিথ্যের আশ্রয়ের প্রাথমিক পর্যায়ে
সাথী হয়ে হয়েছিল একমাত্র শর্বরী।

আমি ভালোবাসি শর্বরীকে।

মু. মিজানুর রহমান মিজান

Post a Comment

নবীনতর পূর্বতন