অপদ্য: বাতিক

বাতিক

বাতিক

তুমি

আমার ভাবনায় ছিলে না
আমার স্বপ্নেও আসতে না
অথচ এলে একদিন।
বিধাতা প্রদত্ত ঘুমগুলো কেড়ে নিলে।


আমি

সত্যি বলছি, রাগ হয় নি সেদিন
কিন্তু যা জন্ম নিয়েছিল তা আক্ষেপ।
শুধু ভেবে চলে ছিলাম
এ কে? কেমন মানবী?
উড়ে এসে জুড়ে বসলো
অথচ আমার মুখ ফুটলোনা!


গান শুনিয়েছ, কবিতা শুনিয়েছ, আরো কত কি!

তোমার অগোছালো কথাগুলোই ছিল
আমার কানে লতা মঙ্গেশকারের গান,
কিংবা মেধা বন্দোপাধ্যায়ের আবৃতি।
আমি কেমন ছিলাম তোমার কাছে
সেটি জানার কথা নয়,
আমি তো মানুষের মন পড়তে জানি না।


সময়টা কত ছিল?

খুব বেশি না।
তবে গল্পটা অনেকদূর এগিয়ে ছিল
পূর্ণতা পায় নি।

যেমন করে উড়ে এসে ছিলে

তার শতগুন গতিতে চলে গেলে!
কি জানি, আমাকে বোধ হয় বাতিকে পেয়েছিল।




- মু. মিজানুর রহমান মিজান
ইমেইল: mail@mizanurrmizan.info

Post a Comment

নবীনতর পূর্বতন