অপদ্য: মাইন্ড করি নি


মাইন্ড করি নি


আমি মাইন্ড করি নি-

তুমি আমার চারপাশে

ঘোরাঘুরি করো।

আমি মাইন্ড করি নি-
তুমি আমাকে দেখে
শিস বাজাও।

আমি মাইন্ড করি নি-
তুমি আমার কানে
ঝাপটা মেড়ে যাও।

আমি মাইন্ড করি নি-
তুমি আমার নগ্ন
শরীর খণ্ডে বসো।

আমি মাইন্ড করি নি-
তুমি আমায় আলতো
করে চুম্বন করো।

মাইন্ড আমি করেছি তখন
চুম্বন বেশে দেহ শুষে
অমৃত রসে মাতলে যখন।

পেছনের দিকটা হয়েছে লাল
ফুলে গেছে অনেকটা।
অমনি করে জেদের বসে
কষিয়ে দিলাম থাপ্পড়টা।

শেষ হলে তুমি
নিরপরাধ আমি।


মু. মিজানুর রহমান মিজান
ইমেইল: mail@mizanurrmizan.info

Post a Comment

নবীনতর পূর্বতন