কতটুকু জল আছে-
তোমার প্রেম সমুদ্রে?
জানতে চায় লাখো ডুবুরি।
ভেবোনা আমিও ডুবুরী।
শুধুই তোমার সৌন্দর্যের এক নির্বাক দর্শক।
তোমার বয়ে চলা দেখছি,
দেখছি তোমার শরীরের নীল,
দেখছি তোমার বুকে দোল খাওয়া চঞ্চল ঢেউগুলো।
কখনো কখনো তা-
আমার বুকেও দোল খেলে যায়।
শুনেছি তোমার ঢেউ
নাকি বেশ নির্মম-
বিশ্বাস হয় না।
তাইতো-
দেখছি তোমাকে-
দেখেই চলেছি
দেখেই চলেছি
দেখেই চলেছি...
তোমার প্রেম সমুদ্রে?
জানতে চায় লাখো ডুবুরি।
ভেবোনা আমিও ডুবুরী।
শুধুই তোমার সৌন্দর্যের এক নির্বাক দর্শক।
তোমার বয়ে চলা দেখছি,
দেখছি তোমার শরীরের নীল,
দেখছি তোমার বুকে দোল খাওয়া চঞ্চল ঢেউগুলো।
কখনো কখনো তা-
আমার বুকেও দোল খেলে যায়।
শুনেছি তোমার ঢেউ
নাকি বেশ নির্মম-
বিশ্বাস হয় না।
তাইতো-
দেখছি তোমাকে-
দেখেই চলেছি
দেখেই চলেছি
দেখেই চলেছি...
মু. মিজানুর রহমান মিজান
mail@mizanurrmizan.info
Tweet to @MizanurRMIZAN

একটি মন্তব্য পোস্ট করুন